• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

  • সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩
  • ৪১১

বিএনপি নেতাকর্মীকে প্রধান অতিথি ফুলের মালা পরিয়ে বরণ করে

নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

উপজেলার বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মালিপাড়া বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও নাটোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ সময় অন্যান্যদের মধ্যে বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ও জামাল উদ্দীন মিয়াজী বক্তব্য রাখেন।

পরে সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেয়া শতাধিক বিএনপি নেতাকর্মীকে প্রধান অতিথি ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133178 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 12:15:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group