• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নারায়ণগঞ্জে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণ

নারায়ণগঞ্জে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণ

  • সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:১২
  • ৭৪৬

ফাইল ছবি।

নারায়নগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ ঘরে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৪)।

গত ৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী রোববার (১০ ডিসেম্বর) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রতিবেশী গিয়ার বাচ্চুকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আযম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূর স্বামী কর্মেস্থলে থাকার সুযোগে গিয়ার বাচ্চু কৌশলে ওই তার কক্ষে গিয়ে মুখ চেপে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই আত্মগোপন চলে যায় আসামি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার গৃহবধূ তার স্বামী ও সন্তানকে নিয়ে সদর উপজেলার একটি এলাকায় ভাড়া থাকেন। একই বাড়িতে গিয়ার বাচ্চু স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করে। পাশাপাশি বসবাস করায় গিয়ার বাচ্চুর পরিবারের সঙ্গে প্রতিবেশী হিসেবে সখ্যতা গড়ে ওঠে। তার স্বামী রাজধানীর একটি দোকানে কাজ করেন। গত ৭ ডিসেম্বর সকালে গৃহবধূর স্বামী কর্মস্থলে চলে যায়। বিকেলে বাচ্চু হুট করে গৃহবধূর ঘরে ঢুকে দরজা আটকে ধর্ষণ করে। এই ঘটনায় অন্য কাউকে না জানাতে তাকে হত্যার হুমকিও দেয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133180 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 03:43:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group