• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মাদারীপুরের ডাসারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি

মাদারীপুরের ডাসারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি

  • সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩
  • ৪৬৩

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি

মোঃ আতিকুর রহমান আজাদ, কালকিনি-ডাসার প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে তদারকি শুরু করেন উপজেলা প্রশাসন।
গতকাল রবিবার থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে এ তদারকি করেন ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু।
জানা যায়, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ায় কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজ নাই বলে প্রচার করে ক্রেতাদের কাছ থেকে চড়া দামে পেঁয়াজ বিক্রি শুরু করেন।
বেশী দামে বিক্রির সংবাদ শুনে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রব্যমুল্যের উর্ধগতি বিশেষ করে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ডাসার উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু উপজেলার ফজলগঞ্জ বাজার,ডাসার বাজার ও পাওয়ার হাউস বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন।

এ সময় হাট বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন,আপনারা আড়ত থেকে পেঁয়াজ ক্রয়ের সময় অবশ্যই রসিদ সংগ্রহ করবেন। কোন ব্যবসায়ী এবং দোকানী রসিদ ছাড়া পেঁয়াজ ক্রয় করবেন না। সাধারণ ক্রেতাদের কাছে চড়া দামে বিক্রি করা যাবে না। যদি এ ধরনের ঘটনা পরিলক্ষিত হয়,তাহলে সেই ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।

বাজারে আসা পেঁয়াজ ক্রেতা কৃষক রাসেল বেপারী বলেন, উপজেলা থেকে স্যারেরা আসার পরেই পেঁয়াজের দাম কমে বিক্রি করতেছে দোকানীরা।
এ ব্যপারে সহকারী কমিশনার(ভুমি)মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে, আমরা ইতিমধ্যে উপজেলার হাট বাজারে সরেজমিনে গিয়ে মনিটরিং করছি। যাহাতে কোন ব্যবসায়ী পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি করতে না পারেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133184 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 06:14:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group