• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন চরভদ্রাসন থানার সেলিম রেজা

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন চরভদ্রাসন থানার সেলিম রেজা

  • সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪
  • ৭৩৭

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন চরভদ্রাসন থানার সেলিম রেজা।

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইন চার্জ (ওসি) হলেন চরভদ্রাসন ওসি মোঃ সেলিম রেজা।

সোমবার ( ১১ডিসেম্বর ) ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।

জানা যায়, জেলার চরভদ্রাসন থানার অফিসার ইন চার্জ মোঃ সেলিম রেজা পেশাদারিত্ব এবং সার্বিক বিষয়ের উপর বিবেচনা করে তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, এ অর্জন শুধু আমার একার নয়; এ অর্জন আমাদের থানার অফিসার ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133211 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 05:38:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group