• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > শ্যামনগরে আদিবাসী মুন্ডা সংস্থায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

শ্যামনগরে আদিবাসী মুন্ডা সংস্থায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২
  • ৬২০

শ্যামনগরে মুন্ডা সংগঠনে মানবাধিকার দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি :

‘‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার( ১১ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামসের আয়োজনে নিজস্ব হল রুমে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভপতিত্ব করেন সামসের সভাপতি মি: গোপাল চন্দ্র মুন্ডা। সভায় বক্তারা আদিবাসীদের অধিকার বিষয়ে সচেতন হওয়া, নিজস্ব সংস্কৃতি র্চ্চা করা, মুন্ডা জাদু ঘর স্থাপন, মুন্ডাদের ভাষা সংরক্ষণ সহ বিভিন্ন কমিটিতে যুক্ত করার বিষয়ে বলেন।

আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য, রনজিৎ কুমার বর্মন, কারিতাস শ্যামনগরের প্রোগ্রাম অফিসার এনন্ড্রিকো মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বেল্লাল হোসেন, বুড়িগোয়ালিনী গাবুরা মুন্ডা অঞ্চলের চক প্রধান খগেন্দ্র নাথ মুন্ডা, কৌশল্যা মুন্ডা, নীলকান্ত মুন্ডা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সামসের নির্বাহী পরিচালক মিঃ কৃষ্ণপদ মুন্ডা।

সভা সঞ্চলনা করেন সামসের প্রজেক্ট ম্যনেজার সনজয় মাঝী। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার আদিবাসীরা অংশগ্রহন করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133227 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 12:03:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group