• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > কক্সবাজারের হিমছড়িতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডস্যান্ডস্ গ্রুপের আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল বে হিলস্

কক্সবাজারের হিমছড়িতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডস্যান্ডস্ গ্রুপের আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল বে হিলস্

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১০:০৩
  • ৯১২

---

মারুফ সরকার, স্টাফ রির্পোটার:

মার্চ মাস স্বাধীনতার মাস। এই দেশে পর্যটন শিল্প একটি প্রাণ যেখানে হবে সেরা ব্যবসা ও সেরা রিটার্ন। এই স্বাধীনতার মাসে আমরা উদ্বোধন করতে যাচ্ছি বাংলাদেশের সেরা লোকেশনে কক্সবাজারের হিমছড়িতে সমুদ্র ও পাহাড়ের মেলবন্ধনে আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল Best Western Plus Bay Hills, Coxbazar।

রেললাইন উদ্বোধনে পর্যটকের বাড়তি চাহিদা মেটাতে আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখে এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। যারা এই হোটেলের স্যুট ও আংশিক মালিকানা ক্রয় করেছেন তারা পাবেন আজীবন সুদ মুক্ত হালাল আয়, সাফ কাবলা মালিকানা ও সম্মানজনক জীবন। যারা এখনো পর্যন্ত Best Western Plus Bay Hills, Coxbazar হোটেলের রেজিস্ট্রেশন নেননি তাদের আগামী ২০ জানুয়ারি ২০২৪ এর ভেতরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নকরার জন্য অনুরোধ
করা হল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133231 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 03:14:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group