• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > বৃষ্টিতে ইটভাটা মালিকদের ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বৃষ্টিতে ইটভাটা মালিকদের ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:১২
  • ৪৩৬

---

জুবায়ের আহমেদ ( টাঙ্গাইল) প্রতিনিধি :

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে টানা বৃষ্টির কারণে টাঙ্গাইলের ঘাটাইলে ৫০টি ইটভাটার প্রায় দেড় কোটি কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকা। মওসুমের শুরুতেই এমন বড় ধরনের ধাক্কা সামলাতে বেগ পেতে হবে ঘাটাইলের ইটভাটা মালিকদের। যার প্রভাব পড়তে পারে ইটের দামের ওপর।

এদিকে ইট তৈরি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে এ কাজের সাথে জড়িত শ্রমিকরা। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে সহযোগিতার আশ্বাস।

ঘাটাইলের বিভিন্ন ইটভাটা ঘুরে দেখা যায়, রোদে শুকিয়ে পোড়ানোর উদ্দেশ্যে সারি সারি কাঁচা ইট সাজিয়ে রাখা হয়েছে ভাটাতে। কিন্তু ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে টানা বৃষ্টির কারণে ঘাটাইলের ৫০টি ইটভাটার প্রায় দেড় কোটি ইট নষ্ট হয়ে গেছে।

স্তূপাকারে সাজানো কাঁচা ইটগুলো গলে মাটিতে পড়ে গেছে। পলিথিন দিয়ে ঢাকা ইটও গলে নষ্ট হয়ে গেছে। অনেক ইটভাটায় পানি জমে ইট প্রস্তুত করার অনুপযোগী হয়ে পড়েছে।

ভাটা মালিকরা জানান, মাটির দাম ও শ্রমিক খরচসহ প্রতিটি কাঁচা ইট তৈরিতে খরচ হয় পাঁচ থেকে ছয় টাকা। সেই হিসেবে ভাটা মালিকদের ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকা। ক্ষতি পোষাতে ইট বিক্রির ওপর এর প্রভাব পড়তে পারে বলে ধারণা তাদের।

এদিকে নষ্ট ইট অপসারণ করে সেগুলোকে আবার ইট তৈরির উপযোগী করতে যেমন সময় লাগবে, তেমন খরচও বাড়বে। মওসুমের শুরুতেই এমন বড় ধরনের ধাক্কায় লোকসানের মুখে পড়তে যাচ্ছেন বলে জানিয়েছেন মালিকরা।

এদিকে ইটভাটা মালিকদের প্রয়োজনীয় সহযোগিতা করার কথা জানিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133247 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:43:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group