• হোম > জাতীয় | বিশেষ নিউজ > দেশের মানুষের জন্য জীবন বাজি রাখতে পুলিশ বদ্ধ পরিকর : আইজিপি

দেশের মানুষের জন্য জীবন বাজি রাখতে পুলিশ বদ্ধ পরিকর : আইজিপি

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১৬:২০
  • ১০০১

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

পুলিশ দীর্ঘদিন ধরে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী সব দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করা হচ্ছে। আগামীতেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। যে কোনো নাশকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সামর্থ্য আছে পুলিশের।

তিনি আরও বলেন, দেশের মানুষের জন্য জীবন বাজি রাখতে পুলিশ বদ্ধ পরিকর। করোনার সময় যখন সবাই মানুষের পাশে যেতে ভয় পেতো, সে সময় জীবন বাজি রেখে অসুস্থ রোগীদের জন্য কাজ করে গেছে বাংলাদেশ পুলিশ।

আইজিপি বলেন, সাধারণ মানুষের জন্য পুলিশের ব্লাড ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ পর্যন্ত ৭০ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করেছে পুলিশের ব্লাড ব্যাংক। বিপন্ন মানুষের সেবা নিয়ে আমরা গর্বিত হতে চাই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133261 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 03:17:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group