• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > হিলিতে গুড় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

হিলিতে গুড় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:০১
  • ৩৭২

---

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা গুড় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এক গুড় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার চারমাথা মোড়ে পূজাঁ খাদ্যভান্ডার নামের গুড়ের গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষেণের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন। এসময় দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মশফিকুর রহমান, দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার মনিটিংয়ের কার্যক্রমের অংশ হিসেবে হাকিমপুরের হিলিতে গুড়ের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় আমদানি করা গুড়ে উৎপাদনের মেয়াদ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় সেই সাথে মানুষের খাদ্য গুড় অস্বাস্থ্যকরা ভাবে মেঝেতে ফেলে রাখায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133266 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 03:51:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group