• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাজারহাটে ১বছর ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রাজারহাটে ১বছর ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:২৮
  • ৪০৮

---

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ মঙ্গলবার(১২ডিসেম্বর) দুপুরে ১বছর ১৫ দিনের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার(১২ডিসেম্বর) সকাল ১০টায় রাজারহাট থানা পুলিশের এসআই মিজানুর রহমান, এএসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান ও মাদবিরোধী অভিযান পরিচালনা করে নাজিমখান ইউনিয়নের বকসী পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ আব্দুল হামিদ(৬৫)কে ওই ইউনিয়নের বড়বিলপাড়া এলাকা হতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফকৃত আব্দুল হামিদ জিআর-৫৫/১৮ (লালমনিরহাট), ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর সংযুক্ত টেবিলের ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১ বছরের কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের দন্ডপ্রাপ্ত আসামী।

রাজারহাট অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, লালমনিরহাটের কুলাঘাট এলাকায় ১কেজি গাঁজা সহ ২০১৮ সালে আব্দুল হামিদ গ্রেফতার হয়। পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকে। মঙ্গলবার(১২ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133268 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 03:06:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group