• হোম > জাতীয় | বিশেষ নিউজ > আজ চালু হচ্ছে ঢাবি ও বিজয় সরণিতে মেট্রোরেল স্টেশন

আজ চালু হচ্ছে ঢাবি ও বিজয় সরণিতে মেট্রোরেল স্টেশন

  • বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫
  • ৫১৩

ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিজয় সরণিতে আজ বুধবার (১৩ ডিসেম্বর) চালু হচ্ছে মেট্রোরেল স্টেশন। আগামী ৩ মাসের মধ্যে মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু করা হবে।

এর আগে ৭ ডিসেম্বর বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানান।

এই স্টেশন দুটি চালুর ফলে মেট্রোরেলের ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালুর কথা রয়েছে।

বর্তমানে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশন চালু রয়েছে। আজ থেকে এই তালিকায় যুক্ত হবে বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।

গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চালু থাকলেও মতিঝিল রুটে মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133282 ,   Print Date & Time: Tuesday, 13 January 2026, 06:11:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group