• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | সিলেট > অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩জন নিহত

অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩জন নিহত

  • বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৯
  • ২০৩৫

ছবি : সংগৃহীত।

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন। গুরুতর আহত ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133344 ,   Print Date & Time: Monday, 13 October 2025, 04:40:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group