• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > নীলফামারীর ডোমার থানার নতুন ওসি আবু সাঈদ চৌধুরীর যোগদান

নীলফামারীর ডোমার থানার নতুন ওসি আবু সাঈদ চৌধুরীর যোগদান

  • বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:২১
  • ৮০৪

ওসি আবু সাঈদ চৌধুরী

জেলা প্রতিনিধি, নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডোমার থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানার সাবেক ওসি আবু সাঈদ চৌধুরী।

বুধবার (১৩ ডিসেম্বর) ডোমার থানায় যোগদান করে থানার আইন-শৃঙ্খলা রক্ষায় মূখ্য ভূমিকা সহ যাবতীয় দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ডোমার থানায় নতুন যোগদানকৃত ওসি আবু সাঈদ চৌধুরী এর আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশে নতুন যোগদানকৃত আবু সাঈদ চৌধুরী ও সদ্য বিদায়ী মাহমুদ-উন নবী সহ প্রায় তিন শতাধিক ওসিকে বদলি করা হয়।

প্রসঙ্গতঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের যেসব থানায় অফিসার ইনচার্জদের যোগদানের ৬ মাস পার হয়েছে, সেসব কর্মকর্তাদের অন্যত্র বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দেয় ইসি। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবকৃত তিন শতাধিক ওসিকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ডোমার থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন নবী বদলি হয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন।##


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133355 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 08:16:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group