• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা ও চিরঞ্জীব-৭১ এ পুষ্পার্ঘ্য অর্পণ

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা ও চিরঞ্জীব-৭১ এ পুষ্পার্ঘ্য অর্পণ

  • বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫২
  • ৭১৯

---

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিকাল ৩ টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,
সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, থানার নবাগত ওসি সোহেল রানা, সম্প্রসারণ কর্মকর্তা সফিউর আলম,সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, যুদ্ধ কালীন কর্মকর্তা সিরাজুল ইসলাম,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রেসক্লাব (পুরাতন)এর সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে এদিন সকাল ৯ টায় উপজেলা শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন পরিষদের আয়োজনে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বধ্যভূমি চিরঞ্জীব-৭১ এ শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133367 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:55:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group