• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > শ্যামনগরে দৈনিক জন্মভূমি পত্রিকার সংবাদ কর্মী আবুল হোসেন মারা গেছেন

শ্যামনগরে দৈনিক জন্মভূমি পত্রিকার সংবাদ কর্মী আবুল হোসেন মারা গেছেন

  • শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৭
  • ৪৯৯

শ্যামনগর প্রেসক্লাবের সদস্য আবুল হোসেন।

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সংবাদ কর্মী, দৈনিক জন্মভূমি পত্রিকার শ্যামনগর প্রতিনিধি সদালাপী মুহাম্মদ আবুল হোসাইন শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তার পরিবার সুত্রে প্রকাশ, কিডনী জনিত জটিলতায় ভূগছিলেন বেশ কিছুদিন যাবত। রাতে বুকে ব্যাথা অনুভব করেন এবং কিছু সময় পরে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামে নিজ বাড়ীতে মারা যান। মৃতু্্য কালে এক স্ত্রী, এক পুত্র, দুই কন্যা সন্তান রেখে গেছেন।

শনিবার বাদ জোহর বাদঘাটা কুয়েত মসজিদে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে শেষ কৃত্য সম্পন্ন করা হয়। সংবাদ কর্মী আবুল হোসেনের মৃতু্্যতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নৌকা প্রতিকের এমপি প্রার্থী আতাউল হক দোলন প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133390 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 09:23:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group