• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

  • শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬
  • ৪২১

---

মোঃ আতিকুর রহমান আজাদ, কালকিনি-ডাসার প্রতিনিধি ঃ

মাদারীপুরের কালকিনি ও ডাসারে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে
আজ ১৬ ডিসেম্বর শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের শুভ সূচনা হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন।

প্রথমে পুস্পস্তবক অর্পন করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ডক্টর মোঃ শওকত আলী মোল্লা, ডি,কে সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম, শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার, সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন পর্যায়ে ক্রমে পুস্পস্তাবক অর্পণ করেন। পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন ও সাদা পায়রা অবমুক্ত করন এবং বীর মুক্তিযোদ্ধা,পুলিশ, আনসার ভিডিপি,বিএনসিসি,রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অংশ গ্রহণকারী প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133394 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 06:00:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group