• হোম > বিশেষ নিউজ | শিক্ষাঙ্গন > ইবিতে বিজয় দিবসের নতুন চমক আইইউপিএ-র “দৃশ্য মুক্তি”

ইবিতে বিজয় দিবসের নতুন চমক আইইউপিএ-র “দৃশ্য মুক্তি”

  • রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:২২
  • ৭৯২

---

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলা প্রাঙ্গণে সারাদিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফি এসোসিয়েশন (আইইউপিএ)। মহান বিজয় দিবসকে (১৬ ই ডিসেম্বর) কেন্দ্র করে নতুনত্বের ছোঁয়া দিতে এ আয়োজন করা হয়েছে।

আইইউপিএ-র সাধারণ সম্পাদক সাদমান ইমন জানান, এই আলোকচিত্র প্রদর্শনী তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। তারমধ্যে একটি বড়ো অংশ জুড়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা বিভিন্ন বিখ্যাত ফটোগ্রাফারের আলোকচিত্র। অন্য দুইটি ভাগ হলো ঋতু পরিবর্তন এবং লাল সবুজের সমন্বয়ে বিভিন্ন আলোকচিত্র।

তিনি আরো বলেন, এই প্রদর্শনীতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহ করেছে। ছবি বাছাইয়ের কাজ মোটেও সহজ ছিলো না কারণ প্রতিটি ছবিই ছিলো প্রাণবন্ত। কিছু সীমাবদ্ধতার কারণে নিধারিত ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।

আলোকচিত্র প্রদর্শনীর মূল কারণ জানতে চাইলে সংগঠনটির সভাপতি সাফায়েত মোস্তফা জিদান বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরতে আমরা মুক্তিযুদ্ধের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনীর বেশ বড়ো একটা জায়গা জুড়েই রাখার চেষ্টা করেছি কারণ আমরা চাই তারুণ্যের মধ্যে আমাদের দেশের প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হোক তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের ঋতু পরিবর্তন ধারাবাহিক সৌন্দর্য্যের সাথে সাধারণ শিক্ষার্থীরাও পরিচিত হোক।

এসময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাধারণ শিক্ষার্থীদের পাদচারণে মুখরিত থাকে “দৃশ্য মুক্তি”। এছাড়াও আলোকচিত্র প্রদর্শনী’র পাশাপাশি গানের আসরে মাতে সংগঠনটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133427 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 09:03:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group