• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এতিমখানায় দুপুরে খাবার ও কোরআন শরীফ বিতরণ

চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এতিমখানায় দুপুরে খাবার ও কোরআন শরীফ বিতরণ

  • রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৫১
  • ৩৮৭

---

যশোরের চৌগাছার অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জামি’আ ইসলামিয়া বাহরুল উলুম (দোগাছিয়া কওমী) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২০০/ জন ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরবেলা খাওয়ানো এবং পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৭ ডিসেম্বর) ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহবানে সংগঠনের সদস্যদের সঠিক পরিচালনায় এই অনুষ্ঠান সফল করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,ফয়সাল আহম্মদ ,
মোঃ শাহিন কবির,মোঃ শহিদুল ইসলাম,মোঃ কামরুল হাসান,মোঃ রাকিব হাসান,মোঃ মেহেদী হাসান,মোঃ রাকিব হাসান,মোঃ মনিরুল ইসলাম
,মোঃ আছির উদ্দিন,আহাম্মেদ সুমন।

আমন্ত্রিত অতিথি ছিলেন হাকিমপুর জনকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ চৌগাছা বিভিন্ন ক্লিনিকের ল্যাব ইনচার্জ
আব্দুর রহিম,আবিদ হোসেন চঞ্চল, জিয়াউর রহমান আরো অনেকেই উপস্থিত ছিলেন

যশোর জেলা সহ বিভিন্ন অঞ্চলে “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের আস্থার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সংগঠনের এই মহতী কাজ করার জন্য মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা মন থেকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে স্বতঃস্ফূর্তভাবে অসহায় গরীব-দুঃখী মেহনতি মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কাজে সবসময় থাকবে, ইনশাআল্লাহ্।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133445 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 07:50:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group