• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজনীতি > জাকের পার্টি যশোরের ৫টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার

জাকের পার্টি যশোরের ৫টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার

  • রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:০০
  • ৩৩৬

---

ইয়ানূর রহমান :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির পাঁচ প্রার্থী যশোরের ৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাকের। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেন্দ্রীয় নির্দেশনা
অনুযায়ী একযোগে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

প্রত্যাহারের পর নেতারা দাবি করেন, নির্বাচনে ভোটারদের কোনও আগ্রহ নেই। যে কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- যশোর-১ (শার্শা) আসনে সবুর খান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাফারুজ্জামান, যশোর-৩ (সদর) আসনে মহিদুল ইসলাম, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে লিটন মোল্লা ও যশোর -৬ (কেশবপুর) আসনে
সাইদুজ্জামান।

যশোর-৩ আসনের প্রার্থী মহিদুল ইসলাম বলেন, যশোরের ছয়টি সংসদীয় আসনেই জাকের পার্টি প্রার্থী দিয়েছিল। যশোর-৫ আসনের প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন যাচাই বাছাইকালে বাতিল হয়ে যান। বাকি পাঁচ আসনের প্রার্থীরা আজ
কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।

তিনি আরও বলেন, এ সরকার ১৫ বছর ক্ষমতায় থাকলেও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা ভোটারদের কাছে গিয়েছি। তাদের ভোটের কোনও আগ্রহ নেই। এমন পরিস্থিতিতে আমাদের দল নির্বাচনে অংশ না
নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারাই ধারাবাহিকতায় আজ আমরা পাঁচ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133452 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 04:42:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group