• হোম > খেলা | ফুটবল | বিশেষ নিউজ > আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর আজ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর আজ

  • সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭
  • ২৩৩৫

ফাইল ছবি।

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের প্রথম বর্ষপূর্তি আজ। ২০২২ সালের এই দিনে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় আলবিসেলেস্তেরা। পুরো আসরজুড়েই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মেসি। আর ফাইনালে অবিশ্বাস্য পারফরম্যান্স করে নায়ক বনে যান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত সময়ের ফাইনাল ২-২ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে আরো ১ গোল করে দুই দলই। জোড়া গোলের দেখা পান লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। মেসি ছাড়াও ম্যাচ জয়ের অন্যতম কারিগর ছিলেন গোলরক্ষক মার্টিনেজ। টাইব্রেকারের নৈপুণ্য ছাড়াও ম্যাচের অন্তিম সময়ে কোলো মুয়ানির শট ফিরিয়ে আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের কাছে হিরো বনে যান দিবু।

বিশ্বকাপের অন্যতম সেরা ফাইনাল হিসেবে ধরা হয় ম্যাচটাকে। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের ছোঁয়া লাগে বাংলাদেশেও। আর্জেন্টিনার মত এ এদেশেও অসংখ্য ফুটবলপ্রেমী উল্লাসে মাতেন। এদিকে, বর্ষপূর্তি উদযাপন আর বড় দিন ও নতুন বছরের ছুটি কাটাতে মায়ামি থেকে স্বপরিবারে নিজ শহর রোজরিওতে এখন লিওনেল মেসি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133468 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 06:20:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group