• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মুন্সীগঞ্জে ট্রলারডুবি : নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে ট্রলারডুবি : নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৩
  • ৫৩৯

ছবি : সংগৃহীত।

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, মরদেহ দুটির মধ্যে একটি ঘটনাস্থলের পাশেই, অপরটি টঙ্গীবাড়ি উপজেলার চৌসার গ্রামের পদ্মা নদী এলাকায় ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহ দুটি উদ্ধার করে হাসাইল বাজার এলাকায় নিয়ে আসেন। এ সময় নিহতের স্বজনরা মরদেহ দেখে শনাক্ত করেন।

উদ্ধার হওয়া মরদেহ দুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন অর রশিদ খান (৫০) ও রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার মাহফুজুর রহমানের (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদরের চর আবদুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান।

তিনি জানান, নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ দুটি শনাক্ত করেছেন। মরদেহ দুটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এরইমধ্যে টঙ্গীবাড়ী থানায় ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘাতক বাল্কহেডের ৩ শ্রমিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ঘটনার পর বাল্কহেডের চালক পলাতক রয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133522 ,   Print Date & Time: Saturday, 1 November 2025, 06:11:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group