• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মাগুরার দুইটি আসনেই নৌকাকে বিজয়ী করতে সাকিবের আহবান

মাগুরার দুইটি আসনেই নৌকাকে বিজয়ী করতে সাকিবের আহবান

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৩১
  • ৬৯২

ছবি : সংগৃহীত।

মাগুরা প্রতিনিধি :

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান মাগুরাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‌‘আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা সকলে যার যার এলাকার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বতস্ফূর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীককে বিজয়ী করে আনবেন। আমরা সবাই এক সাথে কাজ করে মাগুরার দুইটি আসনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’

আজ মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার পূর্বে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুল।

আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহান বিজয় দিবসের বিজয় শোভাযাত্রায় অংশ নেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133537 ,   Print Date & Time: Tuesday, 13 January 2026, 09:56:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group