• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে : কাদের

বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে : কাদের

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:০২
  • ৬৬৭

বিজয় শোভাযাত্রায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া! তাদের নেতা নেই, নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে? ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ’ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অগ্নিসংযোগে চারটি তাজা প্রাণ ঝরে গেল। ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে সেই রকম দৃশ্য দেখতে পেলাম। তাদের ক্ষমা নেই।’

তিনি বলেন, বিএনপি হচ্ছে স্বার্থের রক্ষক। যারা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করে না, তারা ভোট নিয়ে ধর্মের কথা বলে।’ লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।’

গতকাল সোমবার আওয়ামী লীগকে ১৯ শর্তে এ শোভাযাত্রার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এদিন সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিজয় শোভাযাত্রা করছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133539 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 01:37:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group