• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > প্রচারণার মাঠে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন এমপি

প্রচারণার মাঠে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন এমপি

  • বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩, ১৬:১৮
  • ৪৫১

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

প্রতীক পেয়েই প্রচার প্রচারণার মাঠে নেমেছেন যশোর-১ আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন এমপি। বুধবার (২০ ডিসেম্বর) দিনভর শার্শার আবআঁচড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের
প্রতিটি এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন তিনি।

এসময় নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন এমপি’কে ভোটারদের মাঝে লিফলেট বিতরণসহ পথ সভায় বক্তব্যের মাধ্যমে ভোট চাইতে দেখা যায়।

প্রচারণায় শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধক্ষ ওয়াহিদুজ্জামান ওহিদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133557 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 05:21:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group