• হোম > জাতীয় | বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > টানা ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

টানা ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

  • বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:০৫
  • ৫০৬

ফাইল ছবি।

নির্বাচন বর্জন ও বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতি, শুক্র এবং শনিবার সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে গণসংযোগ ও রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ।

বুধবার বিকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

এর আগে আজ দুপুরে সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় দলটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133569 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 01:05:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group