• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > চরভদ্রাসনে সাংবাদিকের পরিবারের ওপর হামলা, আহত ২

চরভদ্রাসনে সাংবাদিকের পরিবারের ওপর হামলা, আহত ২

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৩
  • ১৫৩১

---

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে জমি নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিক মোঃমনিরুজ্জামান পান্নুর পরিবারের ওপর হামলা করা হয়েছে।এ ঘটনায় মোঃমনিরুজ্জামান পান্নুর পরিবারের ২ সদস্য আহত হয়েছেন। গত রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে চরভদ্রাসন সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গী হিন্দু গ্রামের রাজশাহী নার্সারির পাশে এ ঘটনা ঘটে।

মোঃমনিরুজ্জামান পান্নু জাতীয় দৈনিক অগ্নি শিখা প্রত্রিকার ক্রাইম রিপোটার এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য।

এ ঘটনায় রবিবার রাতে সাংবাদিক মোঃমনিরুজ্জামান পান্নু থানায় মামলা করলে পুলিশ মোঃরেজাউল নামের ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানান, সাংবাদিক মোঃমনিরুজ্জামান পান্নুর সাথে জমিজমা নিয়ে প্রতিপক্ষের বিরোধ চলছে।

ঘটনার সময় সাংবাদিক মোঃমনিরুজ্জামান পান্নু জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি সংরক্ষণ করতে যান। এ সময় মোঃ কাউসার মোল্লার নেতৃত্বে রাজ্জাক মোল্লা সহ ৫-৬ জন মোঃমনিরুজ্জামান পান্নুর স্ত্রীর ও ছেলেকে রড এবং বাঁশ দিয়ে পেটায়ে আহত করে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভতি করেন।

এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জন মোঃ আব্দুল ওহাব বলেন, “হামলার ঘটনায় মোঃমনিরুজ্জামান পান্নু বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার ১ জন আসামিকে তাৎক্ষণিক ভাবে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133585 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 02:39:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group