• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় যাত্রীবাহী বাসে আগুনে

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে আগুনে

  • শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮
  • ৩৪০

ছবি : সংগৃহীত।

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে আকস্মিক আগুনের ঘটনা ঘটেছে। তবে কোনো যাত্রী গুরুতর আহত হয়নি।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, নীলফামারীর ডোমার থেকে যাত্রীবাহী ওই বাসটি ঢাকা যাচ্ছিল। পথে ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থাকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হয়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133589 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:28:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group