• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের আখ মাড়াই মৌসুম শুরু

ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের আখ মাড়াই মৌসুম শুরু

  • শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯
  • ৩২০

---

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের (৪৮ তম) ২০২৩-২৪ মৌসুমের আখ মাড়াই মৌসুম শুরু করেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে ফরিদপুর চিনিকলের ডোঙায় আখ ফেলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। প্রধান ও বিশেষ অতিথিরা একযোগে ডোঙায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই মৌসুমের সূচনা করেন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ জানান, চলতি মৌসুমে ৫০ কার্যদিবসে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৬.২৫ শতাংশ চিনি আহরণ করে ৩ হাজার ১ শত ২৫ মেট্রিন টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর রোপন লক্ষমাত্রা ছিল ৫৫০০ একর এবং ২৫০০ একর জমি চাষের আওতায় আনা হয়েছে।

ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুলুল্লাহ এর সভাপতিত্বে কেইন ক্যারিয়ার প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএসএফআইসি সদর দপ্তরের চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসি সদর দপ্তরের অপারেটিং ডিরেক্টর ফসুমি চৌধুরি রুহুল আমিন, মধুখালী থানার ওসি (তদন্ত) শফিকুল আলম, সাবেক শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া, সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, আখচাষী কল্যানের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, ফচিকের মহাব্যবস্থাপক (কৃষি) মোঃ আনিসুজ্জামান আখচাষী মোতালেব হোসেন ফকির প্রমূখ।
অনুষ্ঠানে সর্বোচ্চ আখ রোপন মাঝকান্দি কেন্দ্রের মিহির কুমার বসু কানাইপুর কেন্দ্রের আখচাষি আবুল কাশেম শেখে পুরুষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ওবায়েদ বিন নাসের।

১৯৭৪ সালে বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত ফরিদপুর চিনিকল লিমিটেড। চিনি উৎপাদন কারখানা, ডিস্টিলারির সমন্বয়ে গঠিত বৃহৎ এ শিল্প কমপ্লেক্সে চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গুনে আসছিল। তবে সরকারিভাবে চিনির মূল্যবৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে কারখানাটি। এছাড়া মিলস হাউজে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে চিনিকলটি আধুনিকায়নের কাজ চলছে। এতে আখ মাড়াই ও চিনি উৎপাদনের সক্ষমতা বাড়বে।

গতবছর (২০২২-২৩ মাড়াই মৌসুম) ৫০ মাড়াই দিবসে ৫০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে প্রায় ৩ হাজার ১০০ মেট্রিকটন চিনি উৎপাদন করেছিল চিনিকল। তবে চিনির মূল্য বাড়লেও আশানুরূপ হারে আখের মূল্য বাড়েনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133592 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 02:57:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group