• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত

শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত

  • শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫
  • ৪২৬

শ্যামনগর নির্বাচনী জনসভায়প্রধান অতিথির  বক্তব্য রাখছেন পদ্মপুকুর ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলন।

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রত্যন্ত ইউনিয়ন পদ্মপুকুরে নৌকার প্রার্থী আতাউল দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ২২ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় পদ্মপুকুর ইউনিয়নের চর চন্ডিপুর সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় ৷

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকার প্রতিকের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতাউল হক দোলন। জনসভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আপনার যদি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান এবং বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করতে গেলে আবারও নৌকায় ভোট দিন ৷ কারণ আওয়ামী লীগ সরকার গঠন করলে এদেশের উন্নয়ন হয়। যার প্রমাণ জননেত্রী শেখ হাসিনা করে দেখিয়েছেন ৷ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের রূপান্তরিত করে, তাই আসন ৫ম বারের মতো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে নৌকা মার্কায় ভোট দিন ৷ তিনি আরো বলেন যেহেতু গাবুরা ইউনিয়ন প্রান্তিক মানুষের বসবাস ৷ সরকার টেকসই ভেড়িবাঁধে মেঘা প্রকাল্প দিয়েছেন ৷ আশা রাখি গাবুরা একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করা হবে ৷

বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলা, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: মোহাজার হোসেন কান্টু, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা জাতীয়পার্টির সভানেত্রী ও উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড: আতাউর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমার্থকরা ৷
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: নুরুল ইসলাম ৷


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133595 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 12:42:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group