• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মৃত্যু

ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মৃত্যু

  • শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭
  • ৮৬২

---

ইয়ানূর রহমান, প্রতিনিধি :

ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পথে পেট্রাপোল সীমান্তে হোসেন শেখ (৬৩) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রী স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ওই যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার দৌলতপুর উপজেলার পারমানিকপাড়া গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- এ ০৮০৩০৯০০

ঘটনার বিবরণে জানা যায়, কিছুদিন আগে হোসেন শেখ তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান । চিকিৎসা শেষে দেশে ফিরে আসার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের সিল মারার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলো।
অসুস্থ অবস্থায় দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকার এক পর্যায়ে অতিরিক্ত যাত্রীর ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে তিনি মাটিতে পড়ে ঘটনাস্থলে মারা যান।

ভারত ফেরত রহিমা বেগম নামে এক যাত্রী জানান, আজ ভোরে ভারত থেকে বাড়ি আসার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমার থেকে ১৫-২০ জনের পেছন দাড়িয়ে ছিলো ওই ব্যক্তি। এক সময় মানুষের গাদাগাদির মধ্যে ওই লোকটি পড়ে যান। পরে কি
হয়েছে জানি না।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় একজন পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে এমন খবর শুনেছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133603 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 10:32:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group