• হোম > নির্বাচনী সংবাদ | বিশেষ নিউজ > কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক কেন্দ্রের ভোট বন্ধ : নির্বাচন কমিশনার

কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক কেন্দ্রের ভোট বন্ধ : নির্বাচন কমিশনার

  • শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮
  • ১৮১৯

ছবি : সংগৃহীত।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল।

তিনি বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে এ জন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনাদের বলব, সিস্টেমের ওপর আস্থা রাখুন। ভোটারদেরই ভোট দিতে হবে, অন্য কেউ দিয়ে দেবে এটা হবে না।

আরও পড়ুন : নির্বাচনে গুজব ঠেকাতে ফেসবুক-গুগলের বিশেষ পদক্ষেপ
এ সময় নির্বাচন কমিশনে সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিতি ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133609 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:36:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group