• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে ট্রেন ট্রাক সংঘর্ষে চালক হেলপার নিহত

যশোরে ট্রেন ট্রাক সংঘর্ষে চালক হেলপার নিহত

  • রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:২২
  • ৪১৭

খুলনাগামী রকেট মেইলের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।

ইয়ানূর রহমান, প্রতিনিধি :

যশোরের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে আজ ভোর ৬টায় ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। তারা ঐ ট্রাকের ড্রাইভার ও হেলপার। নিহতদের নাম পারভেজ ও নাজমুল।

মহেশপুর থেকে মালবাহী ট্রাকটি নিয়ে তারা যশোর আসছিলেন। রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহত পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ জিম্মায় নিয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133636 ,   Print Date & Time: Tuesday, 14 October 2025, 08:05:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group