• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩

নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩

  • রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৭
  • ৪৪৫

---

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে বোমা বিস্ফোরণের সময় ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত পাওয়া যায়নি। এ ছাড়া তারা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিনা তা এখনও জানা যায়নি।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় একটি কমিউটার ট্রেনে তিনজন হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করে। এ সময় তাদের হাতেনাতে আটক করি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার কথা স্বীকার করেছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133653 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 04:45:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group