• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাজারহাটে বিকাশে হারানো টাকা ফেরত দিলো পুলিশ

রাজারহাটে বিকাশে হারানো টাকা ফেরত দিলো পুলিশ

  • সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৭
  • ৩৯৫

---

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ রবিবার(২৪ডিসেম্বর) বিকাশে হারানো টাকা ফেরত দিলো আনসার ভিডিপির সদস্য আরতি রানীকে।

পুলিশ জানান, গত বুধবার (২৯নভেম্বর) উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক গ্রামের জয়মালীর মেয়ে আনসার ভিডিপির সদস্য আরতি রানীর(৩০) বিকাশ নম্বরে ২৮৩০টাকা ক্যাশইন হয়। কিন্তু কে বা কারা প্রতারনা করে ওই মোবাইল থেকে টাকা উত্তোলন করে নিয়ে নেয়। বিষয়টি রাজারহাট থানায় অভিযোগ করলে পুলিশ তৎপর হয়ে উঠে হারানো টাকা উদ্ধার করে। পরে গত রবিবার(২৪ডিসেম্বর) থানার অফিসার ইনচার্জের নির্দেশে এ এসআই সুমন চন্দ্র রায় ও পিসি জিয়াউর রহমান উদ্ধারকৃত টাকা আরতি রানীর হাতে তুলে দেন। এসময় থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133665 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 10:05:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group