• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > খাদ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় নৌকার ক্যাম্পে আগুন

খাদ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় নৌকার ক্যাম্পে আগুন

  • সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ১৩:০৫
  • ৫৩৪

---

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে নিতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন জানান, ভোরের দিকে নৌকার এই ক্যাম্পটিতে দুর্বৃত্তকারীরা আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়ার সময় কাউকে চিহ্নিত করা যায়নি। এ রকম ঘটনা নওগাঁ-১ আসনের বাকি দুই উপজেলাতেও ঘটেছে। নিতপুরের আগুন দেওয়ার ঘটনায় যেহেতু কাউকে চিহ্নিত করা যায়নি তাই কারও নাম এখানে সন্দেহ করে বলা যাবে না।

তবে এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের এ নেতা।

পোরশা থানার ওসি আতিয়ার রহমান জানান, সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে নৌকার ক্যাম্পের সামিয়ানা ও পোস্টার আগুনে পুড়ে যায়। ভোর রাতে ঘটনাটি ঘটনায় যারা আগুন দিয়েছে তাদের কাউকেই শনাক্ত করতে পারেনি কেউ। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133675 ,   Print Date & Time: Tuesday, 27 January 2026, 02:36:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group