• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মাগুরা চার্চে কেক কাটলেন সাকিব

মাগুরা চার্চে কেক কাটলেন সাকিব

  • সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ১৫:২১
  • ৫৫৯

---

মাগুরা প্রতিনিধি :

মাগুরা ব্যাপটিস্ট চার্চে বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কেটেছেন তারকা ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের দোয়ারপাড়াস্থ চার্চে উপস্থিত হন সাকিব আল হাসান। এ সময় প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান এই বিশ্বসেরা অলরাউন্ডার।

তিনি বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী। সবাইকে আগামী নির্বাচনে তিনি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পালক সিমশন মুন্সি। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক বিপ্লব কুমার আইচ। শেষে সাকিব আল হাসান শিশুদেরকে সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133683 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 07:59:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group