• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ঝিকরগাছায় যাত্রীর ছদ্মবেশে মাদক পাচারের সময় আটক ২

ঝিকরগাছায় যাত্রীর ছদ্মবেশে মাদক পাচারের সময় আটক ২

  • মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯
  • ৩৬৭

মাদক পাচারের সময় আটকৃত দুইজন

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় পরিবহনের যাত্রীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ১২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে ঝিকরগাছা থানার পারবাজার নামক স্থান থেকে তাদের কে আটক করা হয়।

আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মো. নাসির উদ্দীন (৪২) ও বখতিয়ার রহমানের ছেলে মো. আশানুর রহমান (২৮)।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পারবাজার নামক স্থানে যশোর-বেনাপোল মহাসড়কের উপর বেনাপোল হতে ছেড়ে আসা ঢাকা গামী লিটন ট্রাভেলস পরিবহনে অভিযান চালানো হয়। এসময় পরিবহনে থাকা যাত্রীর ছদ্মবেশ ধারণ করা দুইজনের কাছে অভিনব কায়দায় স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ১২০ বোতল ফেনসিডিল পাওয়া হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133696 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 09:00:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group