• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > বোর্ডের নিষেধাজ্ঞায় তিন আফগান ক্রিকেটার

বোর্ডের নিষেধাজ্ঞায় তিন আফগান ক্রিকেটার

  • মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৯
  • ১৯৫৪

নিষেধাজ্ঞায় পড়া তিন আফগান ক্রিকেটার।

আইপিএল শুরু হতে এখনও মাস চারেক বাকি। তবে, এর আগেই বড়সড় ধাক্কা খেল আইপিএলের তিন দল–কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। দলগুলোর তিন আফগান ক্রিকেটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর ফলে বেশ দুশ্চিন্তায় পড়েছে আইপিএলের এই তিন ফ্র্যাঞ্চাইজি।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) বোর্ডের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডকে ২০২৪ সালে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নবীন উল হক। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার অনুমতিও চেয়েছেন। আর জাতীয় দলে স্বার্থ বিবেচনায় না নিয়ে তাদের এমন সিদ্ধান্তে চটেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আগামী দুই বছরের জন্য সব ধরনের ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ক্রিকেটে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এসিবির বিবৃতিতে আরও বলা হয়, ‘আফগানিস্তানের হয়ে খেলাকে জাতীয় দায়িত্ব হিসেবে মনে করা হয়, তারা সেটির চেয়ে ব্যক্তিগত স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন এবং বাণিজ্যিক লিগই এসব খেলোয়াড়ের কেন্দ্রীয় চুক্তিতে রাজি না হওয়ার মূল কারণ। তারা সরে যেতে চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসব খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে।’

জাতীয় দলের হয়ে খেলার চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে অগ্রাধিকার দেওয়া নিয়ে তিন ক্রিকেটারের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আইপিএল তো বটেই, বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলতে পারবেন না এই ক্রিকেটাররা। পাশাপাশি ইতোমধ্যে যে লিগগুলোতে খেলার অনাপত্তিপত্র (এনওসি) তাদের দেওয়া হয়েছে, তা-ও বাতিল করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133702 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 09:40:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group