• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > আজ ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

আজ ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

  • বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬
  • ৬৫২

ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার (২৭ ডিসেম্বর) ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। আজ সকাল সাড়ে ১০টার দিকে প্যান প্যাসিফিক হোটেলে ইশতেহার ঘোষণা করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, এবার নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য কমানো ও সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টা, ব্যাংকসহ আর্থিকখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ গ্রহণসহ বেশ কয়েকটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে।

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ গঠনের রূপরেখা সম্বলিত ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের স্লোগান ছিল ‘দিন বদলের সনদ’। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ছিল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’।

২০১৮ সালে একাদশ নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির ইশতেহারে স্লোগান ছিল, ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’।

আওয়ামী লীগ প্রেসিডেন্ট সদস্য আব্দুর রাজ্জাককে আহ্বায়ক করে গত ২৮ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করেছে ২৫ সদস্যের ইশতেহার প্রণয়ন কমিটি। কমিটির তৈরি খসড়া থেকে প্রধান শেখ হাসিনার নির্দেশনায় তৈরি হয়েছে- চূড়ান্ত ইশতেহার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133714 ,   Print Date & Time: Monday, 12 January 2026, 09:05:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group