• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > দিল্লি ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, পাশে মিলল চিঠি ও পতাকা

দিল্লি ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, পাশে মিলল চিঠি ও পতাকা

  • বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪
  • ৪০৯

ছবি : সংগৃহীত।

ভারতের রাজধানী নয়াদিল্লির ইসরায়েলি দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে দিল্লি পুলিশ দূতাবাসের কাছে ইসরায়েলি রাষ্ট্রদূতের উদ্দেশ্যে লেখা একটি চিঠি খুঁজে পেয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের তথ্য পায় দিল্লি পুলিশ। পরে ডগ স্কোয়াড, ক্রাইম টিম এবং বোমা ডিসপোজাল স্কোয়াডসহ দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঘটনাস্থলে পৌঁছান ফরেনসিক ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও।

দূতাবাস থেকে মাত্র কয়েক মিটার দূরে ফাঁকা জায়গায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি খুঁজে পায় পুলিশ। চিঠির সঙ্গে মোড়ানো একটি পতাকাও পাওয়া গেছে। চিঠিটি জব্দ করেছে পুলিশ।
বিস্ফোরণের পর ওই এলাকায় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের পরে প্রমাণ হিসেবে এসব জিনিস সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

বিস্ফোরণের পর ভারতে নিযুক্ত ইসরায়েলের ডেপুটি দূত ওহাদ নাকাশ কাইনার একটি ভিডিও বিবৃতি দেন। এতে তিনি বলেন, “স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৫টার পরে দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ ঘটে। আমাদের সকল কূটনীতিক ও কর্মী নিরাপদে আছেন। দিল্লির স্থানীয় নিরাপত্তা দলগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতায় আমাদের নিরাপত্তা দলগুলোও কাজ করছে।”

অন্যদিকে মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় চাবাদ হাউসে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। ইহুদি কমিউনিটি সেন্টারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এলাকাটি পর্যবেক্ষণও করছে পুলিশ।

এদিকে, এ ঘটনার আগে দেশটির মহারাষ্ট্রের মুম্বাইয়ে বোমা হামলার একটি ভীতি ছড়িয়ে পড়ে। মুম্বাইয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কাছে মঙ্গলবার বোমা হামলা চালানোর হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়।

ওই ইমেইলে ১১টি জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। ইমেইল পাওয়ার পরপরই বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে ব্যাংক কর্তৃপক্ষ। যে ১১টি জায়গায় বোমা হামলার হুমকি দেওয়া হয়; সেগুলোতে অভিযান চালায় পুলিশ। তবে ওই সব স্থানে কিছুই পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133726 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:12:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group