• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > গানে গানে প্রচারণা চালিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন বরিশাল-২ আসনের প্রার্থী নকুল কুমার

গানে গানে প্রচারণা চালিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন বরিশাল-২ আসনের প্রার্থী নকুল কুমার

  • বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৪
  • ৩৩৯

বরিশাল-২ আসনের প্রার্থী নকুল কুমার

বরিশাল প্রতিনিধি :

গানে গানে প্রচারণা চালিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কৃষক-শ্রমিক জনতা লীগের প্রার্থী মিডিয়া ব্যক্তিত্ব নকুল কুমার বিশ্বাস। গত কয়েক দিনের প্রচারণায় এই আসনের ভোটারদের নজর কেড়েছেন তিনি। সুষ্ঠু সুন্দর ভোট হলে জয়ের আশা করছেন শিল্পী নকুল কুমার বিশ্বাস।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে মোট প্রার্থী ৭ জন। বিএনপিবিহীন নিরুত্তাপ ভোটে কিছুটা উত্তাপ ছড়াচ্ছেন ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মো. মনিরুল ইসলাম ও এ কে ফাইয়াজুল হক রাজু এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস। অন্য ৩ প্রার্থীর মাঠে তেমন উপস্থিতি কিংবা প্রচারণা নেই।

সকাল থেকে রাত পর্যন্ত দুই উপজেলা চষে বেড়াচ্ছেন শিল্পি নকুল কুমার বিশ্বাস। মিশছেন সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে। কাঁধে গামছা নিয়ে গানে গানে, ছন্দে ছন্দে ভোট চাইছেন দলীয় প্রতীক গামছায়।
নকুল কুমার বিশ্বাস বলেন, গণসংযোগে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিতে জনগণকে আহবান জানাচ্ছেন তিনি।
বরিশাল-২ নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নকুল কুমার বিশ্বাসকে নিয়ে আগ্রহ আছে তাদের। তবে তার বাড়ি এখানে নয় বলে কেউ কেউ বিরূপ মন্তব্য করেন। তারা বলেন, নকুল কুমার একজন সৎ ও ভালো মানুষ। তার পেটে ক্ষুধা নেই। তাই নির্বাচিত হতে পারলে লুটপাট করবেন না তিনি। সুষ্ঠু ভোট হলে নকুল কুমার বিশ্বাসের জনপ্রিয়তা বোঝা যাবে বলে মন্তব্য করেন তারা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133740 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 02:35:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group