• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪০

লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪০

  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:০১
  • ৪০৬

---

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে বলে বুধবার জানিয়েছেন দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ।

মঙ্গলবার রাতে নিম্ন বং কাউন্টিতে ওই জ্বালানি ট্যাংকারটি দুর্ঘটনায় পড়ে, এর পরপরই সেটিতে বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে থাকা বহু মানুষ হতাহত হয়।

এক সংবাদ সম্মেলনে কাতেহ জানান, হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আছেন বহু মানুষ, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

রয়টার্স জানিয়েছে, আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে। দুর্বল সড়ক নিরাপত্তা ও অবকাঠামো এর জন্য দায়ী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133770 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 12:35:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group