• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | ময়মনসিংহ > নৌকা-ট্রাক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

নৌকা-ট্রাক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭
  • ১৯২৯

---

শেরপুর-১ আসনের নৌকা ও ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে এই ঘটনা ঘটে। আহতরা শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, কুসুমহাটি এলাকায় নৌকা প্রতীকের পথসভা চলাকালে ট্রাক প্রতীকের সমর্থক কয়েকজন যুবক একাধিকবার মোটরসাইকেল নিয়ে রাউন্ড দেন। একপর্যায়ে নৌকার সমর্থকেরা তাদের গতিরোধ করে চর-থাপ্পড় দেয়।

ট্রাক প্রতীকের সমর্থকরা এর প্রতিবাদ জানালে সেখানে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হন ৫ জন।

পরবর্তীতে ট্রাক প্রতীকের সমর্থকরা কুসুমটাটি বাজারে এলে তাদের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ কুসুমহাটি বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাত ১২টার দিকে শহরের থানা মোড়ে ট্রাক প্রতীকের এক সমর্থক মোটরসাইকেল রেখে খাবার খেতে হোটেলে গেলে ওই মোটরসাইকেলটিও ভাঙচুর করে নৌকা প্রতীকের সমর্থকেরা।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133772 ,   Print Date & Time: Saturday, 18 October 2025, 02:22:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group