• হোম > আইন-অপরাধ | জাতীয় | বিশেষ নিউজ > বিএনপি নেতা আলতাফ-হাফিজের ২১ মাসের কারাদণ্ড

বিএনপি নেতা আলতাফ-হাফিজের ২১ মাসের কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:০৫
  • ৮৯৪

আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ

নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও বিএনপির সাবেক নেতা মেজর (অব.) মো. হানিফকে ২১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আসামিদের বিরুদ্ধে ভার্চুয়ালি এ রায় দেন। বিএনপির আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেন।

আলতাফ হোসেন চৌধুরী, মো. হাফিজ উদ্দিন আহমেদ ও মেজর (অব.) মো. হানিফকে দণ্ডবিধির আলাদা দুই ধারায় মোট ২১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলতাফ, হাফিজ ও হানিফ ছাড়াও বিএনপির আরও পাঁচজনকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন-এম এ আওয়াল খান, রাসেল, মইনুল ইসলাম, বাবুল হোসেন ও আলমগীর বিশ্বাস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133782 ,   Print Date & Time: Wednesday, 21 January 2026, 05:37:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group