• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > নীলফামারীতে বিপন্ন প্রায় এক প্রজাতির শকুন উদ্ধার

নীলফামারীতে বিপন্ন প্রায় এক প্রজাতির শকুন উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১
  • ৫১০

---

জেলা প্রতিনিধি, নীলফামারী :

নীলফামারীর ডোমার উপজেলায় বিপন্ন প্রায় এক প্রজাতির শকুন উদ্ধার করেছে ডোমার বনবিভাগ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া জামে মসজিদ এলাকায় শকুনটিকে দেখতে পায় স্থানীয়।পরে প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ইউএনও নাজমুল আলম বিপিএএ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক,ডোমার রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে শকুনটিকে উদ্ধার করে বনবিভাগে নিয়ে আসে। উদ্ধারকালে শকুনটি দুর্বল ছিল ও পায়ে কিছুটা আঘাতের চিহ্ন দেখা গেছে।

ডোমার রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল হাই বলেন,শকুনটি বর্তমানে আমাদের তত্ববধানে রয়েছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান,বৃহষ্পতিবার সকালে বিপন্ন প্রায় এক প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে শকুনটি দুর্বল ছিল। তাৎক্ষনিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডোমার ইউএনও নাজমুল আলম বিপিএএ জানান, পাখিটিকে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হলে পরবর্তীতে বন্যপ্রাণি দপ্তরের সাথে আলোচনা করে শকুনটি অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133790 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:00:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group