• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি কামাল হোসেন, সম্পাদক মাসুম মিয়া

টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি কামাল হোসেন, সম্পাদক মাসুম মিয়া

  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫১
  • ৫০৬

সভাপতি কামাল হোসেন, সম্পাদক মাসুম মিয়া

জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

ঘাটাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, সহকারি কমিশনার ভূমি কিশোর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো.মুনাদির ইসলাম চৌধুরী , টাঙ্গাইল জজ কোর্টের পিপি এড.এস আকবর খান, ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া প্রমুখ।

সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ কামাল হোসেনকে (আজকের পত্রিকা) সভাপতি ও মো.মাসুম মিয়াকে (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দিনকাল) ও আতা খন্দকার ডেইলি সান), যুগ্ন সম্পাদক বিঞ্চু প্রিয় দীপ (ভোরের আকাশ) ও এবিএম আতিকুর রহমান মানবজমিন), কোষাধ্যক্ষ রেজাউল করিম রাজু (ঢাকা টাইমস ও মজলুমের কণ্ঠ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মনোয়ার হোসেন সোহেল (দৈনিক জনতা)। কার্যনির্বাহী সদস্যরা হলেন নজরুল ইসলাম (দৈনিক কালের কণ্ঠ), মো.নূরুজ্জামান মিঞা (ইত্তেফাক) ও আনোয়ার হোসেন বকুল (ভোরের ডাক)


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133794 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:27:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group