• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | সিলেট > সুনামগঞ্জ ১ আসনে বিভিন্ন গ্রামে ঈগল মার্কার পথ সভা

সুনামগঞ্জ ১ আসনে বিভিন্ন গ্রামে ঈগল মার্কার পথ সভা

  • শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০
  • ১৪৩১

---

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ ১ আসনের বিভিন্ন গ্রামে ঈগল প্রতীক নিয়ে প্রচার প্রচারনায় ব্যস্থ সময় পার করেছেন জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমেদ। এছাড়াও তার পক্ষে তার বড় ভাই বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়াসহ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংঙ্গ সংঘটনের নেতৃত্ববৃন্ধ। দিন রাত ভোটারদের দোয়ারে দোয়ারে গিয়ে ভোট চাইছেন তারা।

শুক্রবার সুনামগঞ্জ ১ আসনের বিভিন্ন গ্রামে ঈগল মার্কার পথ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন,স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমেদ,বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়াসহ আওয়ামিলীগ,অঙ্গ সংঘটনের নেতাকর্মী,সমর্থক ও ভোটারগন। এসময় সর্ব স্থরের মানুষ উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমেদ বলেন,আমি দীর্ঘদিন সুখে দুখে বিপদে আপদে আপনাদের পাশে ছিলাম আর আছি আগামীতেও থাকব। আমি আপনাদের সন্তান৷ আপনাদের ভালবাসায় আপনাদের দাবী আদায়ের জন্য কথা বলার জন্য আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে কথা বলতে চাই। আপনারা আর উন্নয়ন বঞ্চিত হবেন না। ৭ই জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন আমি আগামী ৫ বছর আপনাদের জিম্মাদার হয়ে আপনাদের সাথে নিয়ে আপনাদের জন্য কাজ করব। সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে,প্রত্যকেই একেক জন সেলিম হয়ে মাঠে প্রচারণার পাশাপাশি আগামী ৭ই জানুয়ারি ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে হবে এবং ভোট কেন্দ্র গুলো পাহাড়া দিতে হবে ভোট গননা শেষ না হওয়া পর্যন্ত। বিজয় আমাদের হবেই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133806 ,   Print Date & Time: Friday, 1 August 2025, 06:55:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group