• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মধুখালীতে জমজমাট পেঁয়াজের চারার হাট

মধুখালীতে জমজমাট পেঁয়াজের চারার হাট

  • শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:২৯
  • ৩২৫

মধুখালীতে জমজমাট পেঁয়াজের চারার হাট

মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে জমে উঠেছে পেঁয়াজের চারার হাট। চারা রোপণের মৌসুমকে কেন্দ্র করে প্রতি বছরই হাট জমে মধুখালীতে। পৌরসভার ৪নং ওয়ার্ডের মরিচ বাজারে এ হাট জমে। সপ্তাহের সোম ও শুক্রবার হাটবার। এ দুটি দিনে সকাল থেকেই ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে হাট। বিভিন্ন প্রজাতির বিদেশি ও দেশি জাতের চারা বিক্রি হয় এ হাটে।

এ বছর মধুখালীর বিভিন্ন হাটে কৃষকরা পেঁয়াজের চারা সংগ্রহ করতে ব্যস্ত দেখা যাচ্ছে। তবে ক্রেতাদের দাবি দামের পরিমান বেশি । উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত মৌসুমের তুলনায় চলতি বছর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁয়াজের চারা রোপণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলে জানান।

উপজেলার সবচেয়ে বড় মধুখালী বাজার হাটে শুক্রবার চারা সংগ্রহ করতে ভিড় পড়ে গেছে কৃষকদের। মানিকগঞ্জ ঝিটকা, রাজবাড়ীর বহরপুর, নারুয়া, সোনাপুর, সালথা সহ বিভিন্ন স্থান থেকে মিনি পিকআপে ও ভ্যানে করে চারা আসে মধুখালীর হাটে। সেখান থেকে এসব চারা আবার স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যায়।

শুক্রবার রজমিনে মধুখালী পেয়াজের চারার হাট ঘুরে দেখা যায় বাজারে খুচরা পর্যায়ে চারা ভেদে প্রতিমণের দাম ২৫০০ থেকে ৩০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। রোপনের শুরুর মৌসুমেই চারার দাম কিছুটা বেশি। হাটে চারার আমদানিও ব্যাপক দেখা যায়। প্রতিমণ চারায় আড়ৎদার, ঝাড়ুদার ও খাজনায় বস্তা প্রতি নেওয়া হচ্ছে ১০০ টাকা। প্রতিহাটে মধুখালীতে ৪০০ থেকে ৫০০ মন চারা ক্রয় বিক্রয় হচ্ছে। চারা রোপণে কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত কৃষক হাটে চারা সংগ্রহ করতে হাজির হচ্ছে।

মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ আলভির রহমান জানান, ১৭০ হেক্টর পর্যন্ত চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সামনে আরো এক মাস কৃষকরা চারা রোপণ করবেন। তাতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133810 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:21:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group