• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে অনুমোদন ছাড়াই রাস্তা আটকে প্যান্ডেল করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নড়াইলে অনুমোদন ছাড়াই রাস্তা আটকে প্যান্ডেল করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:০৯
  • ৩৯৬

---

উজ্জ্বল রায়, জেলা নড়াইল প্রতিনিধি:

নড়াইলে অনুমোদন ছাড়াই রাস্তা আটকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী সমাবেশের প্যান্ডেল করায় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা নড়াইল প্রতিনিধি জানান, শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের স্বর্ণ পট্টিতে অনুমতি ছাড়া রাজনৈতিক সমাবেশের Athletics করায় বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ঘোষকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান বলেন, নির্বাচনের সময় অনুমতি ছাড়া রাস্তা আটকে রাজনৈতিক সমাবেশের আয়োজন করে আচরণ বিধিমালা লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রাস্তার ওপর থেকে সবকিছু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর আচারণবিধি ভঙ্গের দায়ে মাশরাফির প্রতিনিধিকে ১৫ হাজার টাকা এবং বুধবার (২৭ ডিসেম্বর) চার সমর্থককে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133850 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 07:28:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group