• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > খেলা শেষে বাড়ি ফেরা হলো না আলিমের

খেলা শেষে বাড়ি ফেরা হলো না আলিমের

  • রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯
  • ৪৪০

---

মো: সাগর হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল আলিম (৩৫) নামে এক ফুটবল খেলোয়াড়ের নির্মম ভাবে মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৮ দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম বেনাপোল বড় আঁচড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আব্দুল আলিম যশোরের কেশবপুর থেকে ফুটবল খেলা শেষে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কলাগাছি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন তাকে চাপা দেয়। এসময় পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘতক গাড়িটি সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে থানায় আনার পর আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133862 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 03:17:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group